পটুয়াখালীর বাউফলের কালাইয়া বাজার রোডের মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত রুনু বেগমকে (৩৫) এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত সোমবার রাতে কালাইয়া বাজার রোডের বড় পুকুরপার এলাকার বাসা থেকে গাঁজাসহ রুনু বেগম গ্রেপ্তার হয়।
এসময় তার বাসায় অবস্থান করা চারজনকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযোগ উঠেছে, আ.লীগের এক প্রভাবশালী নেতার চাপে ঘটনাস্থলে আটক হওয়া ৪ জনকে ছেড়ে দিচ্ছে পুলিশ।
প্রভাবশালীর চাপের অভিযোগ অস্বীকার করে গোয়েন্দা পুলিশের অভিযানকারী দলের একজন কর্মকর্তা জানায়, রুনুর কাছ থেকে মাদক উদ্ধার হয়। বাকিদের কাছে কোনো মাদক পাওয়া যায়নি। ঘটনাস্থলে থাকায় তাদের জিজ্ঞাবাদের জন্য আটক করা হয়েছিলো। গ্রেপ্তার শুধু একজন রুনু বেগম।
পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ওসি একেএম আজমল হুদা বলেন, রুনু বেগমকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। তার স্বামী রেজাউলের বিরুদ্ধেও একাধিক মাদক মামলা রয়েছে। রেজাউল পলাতক রয়েছে। তাদের দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
টিএইচ